কুমিল্লার কামরুজ্জামানের অ্যাডভোকেটশিপ সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. কামরুজ্জামান চৌধুরীর অ্যাডভোকেটশিপ সনদ বাতিল করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কামরুজ্জামান চৌধুরী ১৯৯৯ সালের ২৩ ডিসেম্বর থেকে স্থানীয় একটি এমপিওভুক্ত কামিল মাদ্রাসায় যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। বিষয়টি গোপন করে হলফনামা দাখিলপূর্বক ২০০২ সালের ২০ অক্টোবরে আইনজীবী তালিকাভুক্ত হন তিনি। সেই থেকে কামরুজ্জামান আইন পেশা পরিচালনা করে আসছিলেন।

প্রভাষক পদ ও আইন পেশা একসঙ্গে পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, ১৯৭২ এর ৩২(১) ধারা অনুযায়ী তাকে আইন পেশা থেকে অপসারণ করা হয়। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল-২ এই রায় প্রদান করেন।

কামরুজ্জামানের মাদ্রাসার অধ্যক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিলের সদস্য ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান শ ম রেজাউল করিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই সিদ্ধান্ত নেন।

আইন অনুযায়ী বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী ৯০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।