কুমিল্লার ঘটনার তদন্ত চলছে, জড়িতদের বিচারের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনার তদন্ত চলছে, কিছু দুষ্টুচক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার এই কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পূর্ণ অধিকার নিয়ে থাকবেন সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সহিংসতায় যেই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে।

শেখ হাসিনা বলেন, যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের কোনও ছাড় দেওয়া হবে না। অভিযুক্তরা যে ধর্মের হোক না কেন বিচার করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।