কুলালাপুর ছাড়ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ তিক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার। এই তিক্ত সম্পর্কের কারণে মালয়েশিয়া আল্টিমেটামের পর উত্তর কোরিয়া ছাড়ছেন দেশটির সব কূটনৈতিক। রবিবার (২১ মার্চ) কুলালাপুরে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস থেকে কয়েকটি বাস বের হতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা ওই বাসের ভেতরে ছিলেন। এর আগে শুক্রবার ৪৮ ঘণ্টার ভেতর উত্তর কোরিয়ার সব কূটনীতিককে দেশ ছাড়তে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

টাকা পাচারের অভিযোগে উত্তর কোরিয়ার এক নাগরিককে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার পর থেকেই পাল্টাপাল্টি অবস্থানে দেশ দুটি। ওই ইস্যুতে গেল সপ্তাহে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তর কোরিয়া।