কুড়িগ্রামে মাদক মামলায় ৪২ জনের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত নভেম্বর মাসে কুড়িগ্রামের বিজ্ঞ আদালত কর্তৃক জেলায় বিভিন্ন সময়ে দায়েরকৃত ৩৩ টি মাদক মামলায় ৪২ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ২০১৩ সালের মাদক মামলায় পলাশবাড়ী এলাকার মোঃ রিয়াজুল ইসলাম (২৮) কে ১ বছর কারাদন্ড, ২০১৫ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের পাওয়ার হাউজপাড়া এলাকার মোঃ আরিফ (২০) কে ২ বছর সশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানা এলাকার মোঃ রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজুদ্দিন (৪১) কে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০২১ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের শিবরাম কাজীপাড়া গ্রামের মোঃ সাকিব খন্দকার (২১) কে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের শিবরাম প্রারামানিকটারী এলাকার মোঃ একরামুল হক (৩৮) ও মোঃ আলম (২৯) দ্বয়ের ১ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০২১ সালের মাদক মামলায় গাইবান্ধা সদরের কুপতলা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক (৪২) কে ১ বছর ১০ মাস সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উলিপুর থানার ২০১৭ সালের মাদক মামলায় উলিপুরের হায়াৎখাঁ ছোট পাঠানপাড়া এলাকার মোঃ লানজু মিয়া (৩৩) কে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৮ সালের মাদক মামলায় উলিপুরের মধ্যবাজার গ্রামের নন্দ কুমার সিংহ (৩৫) কে ৫ বছর সশ্রম কারাদন্ড ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২২ সালের মাদক মামলায় উলিপুর উপজেলার ধামশ্রেনী বাগচির খামার ইন্দ্রিরাপাড়স্থ মোঃ মতিয়ার রহমান (৪৩) কে ১ বছর সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নাগেশ্বরী থানার ২০১৪ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার গোদ্দারেরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলাম (৩২) কে প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন।
২০১৮ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার পশ্চিম নাগেশ্বরী (জুম্মাপাড়া) গ্রামের মোঃ বেলাল হোসেন (২৮) কে ৬ বছর সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার শ্রীপুর সঠিবাড়ি গ্রামের মোঃ আব্দুস সালাম (৩৮) কে  ১ বছর সশ্রম কারাদন্ড ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফুলবাড়ী থানার ২০১২ সালের মাদক মামলায় ফুবাড়ীর থানাার কাশিপুর (জায়গীরহাট) গ্রামের মোঃ আফজাল হোসেন (৪৫) ও নাটোরের বড়াইগ্রাম থানার হারুয়া পূর্বপাড়া এলাকার  মোঃ রবিউল ইসলাম (৩৫),  মোঃ আয়নাল হক (৩৫) দের প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন। ২০১৪ সালের মাদক মামলায় ফুলবাড়ীর থানার বড়ভিটা গ্রামের শ্রী মিলন চন্দ্র বিশ্বাস কে প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন। ২০১৪ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার ধনীগাগলার  (হীরারকুটি) এলাকার মোঃ রজব আলী (৪৫) ও অনন্তপুর বেড়াকুটিহাট গ্রামের  মোঃ নমিজ উদ্দিন (৩২) দ্বয়কে প্রবেশনে ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৪ সালের মাদক মামলায় লালমনিরহাট থানার দক্ষিন শিবের কুটি গ্রামের মোঃ আসমত আলী (২২)  মোঃ আব্দুস সালাম ওরফে ফকির  চান (৩২) সাং-  শিবেরকুটি মোঃ জোবেদ আলী সাং- চর কুলাঘাট দ্বয়কে ৫ বছর সশ্রম কারাদন্ড ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৫ সালের মাদক মামলায় ফুলবাড়ী থানার আজোয়াটারী এলাকার মোঃ মহসিন বালী (প্রাক্তন মেম্বার) (৪৫)  ও কুটি চন্দ্র খানা গ্রামের মোঃ রুহুল আমীন (৩৫) দ্বয়কে প্রবেশনে ১ বছর ৫ মাস  কারাদন্ড প্রদান করেন। ২০১৫ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার গাগলার বাজার এলাকার মোঃ জাহিদুল ইসলাম (২০) কে ২ বছর সশ্রম কারাদন্ড ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০১৮ সালের মাদক মামলায় ফুলবাড়ী থানার ধর্মপুর (কাশিপুর কলেজ মোড়) এলাকার মোঃ আমিনুল ইসলাম (৩৪) কে ২ বছর সশ্রম প্রদান করেন।২০২০ সালের মাদক মামলায় ফুলবাড়ী থানার দক্ষিন রাবাইতারী এলাকার মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা (২০) কে ১ বছর ০১ মাস সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২০ সালের মাদক মামলায় ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী (ভাঙ্গামোড়) এলাকার গনেশ চন্দ্র দাস (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় কুড়িগ্রাম থানার কৃষ্ণপুর (গড়েরপাড় পাইকপাড়া) গ্রামের মোঃ মোকছেদুল ইসলাম ওরফে  মজিদুল ইসলাম (৪০),  মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে বাঘা (৫৩) সাং- কৃষ্ণপুর (পাইকপাড়া) দ্বয়কে ৬ মাস সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় বগুড়া শেরপুর থানার খামার কান্দিপূর্বপাড়া গ্রামের মোছাঃ ডলি বেগম (২৮) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রৌমারী থানার ২০১২ সালের মাদক মামলায় রৌমারীর  থানার রৌমারী গ্রামের মাহুবর মিস্ত্রী (৪৫) ও নটানপাড়া গ্রামের মোঃ মনজু (৩৫) দ্বয়কে ২ বছর সশ্রম কারাদন্ড ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভূরুঙ্গামারী থানার ২০১৩ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর থানার চর ভুরুঙ্গামারী গ্রামের মোঃ ওয়াহেদ আলী (৪৫) কে প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন। ২০১৪ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর থানার নলেয়া গ্রামের মোঃ হেকমত আলী (৪৫) কে প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন।
রাজিবপুর থানার ২০০৮ সালের মাদক মামলায় ঝিনাইদহ জেলার শৈলকূপা  থানার শেখপাড়া গ্রামের মোঃ গোলাম সরোয়ার (২৭) ও একই জেলা ও থানার চাপড়াইল গ্রামের মোঃ ইমদাদুল হক মিলন (২৮) দ্বয়কে ৫ বছর সশ্রম কারাদন্ড ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাজারহাট থানার ২০০৯ সালের মাদক মামলায় রাজারহাট ছিনাই গ্রামের ফুলমতি দাসী (৫৩) কে প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন।২০১৫ সালের মাদক মামলায় রাজারহাট থানার মেকুরটারী গ্রামের মোঃ মান্নান (৪৬) কে প্রবেশনে ১ বছর কারাদন্ড প্রদান করেন। ২০১৬ সালের মাদক মামলায় রাজারহাট থানার বড়গ্রাম (ছিনাই) গ্রামের মোঃ তাইজুল ইসলাম (৩৫) কে ২ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।কচাকাটা থানার ২০১৭ সালের মাদক মামলায় কচাকাটা থানার রাঙ্গালের কুটি গ্রামের মোঃ আলম খন্দকার (৪০) কে ২ বছর সশ্রম কারাদন্ড ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০২০ সালের মাদক মামলায় কচাকাটা থানার ছোট খামার গ্রামের আমিনুর রহমান (৩০) কে ৬ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চিলমারী থানার ২০২২ সালের মাদক মামলায় মাদারীপুর জেলার মাদারীপুর থানার হাজির হাওলা গ্রামের মোঃ মজনু চৌকিদার (৩৮) কে ৩ মাস সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কুড়িগ্রামের বিজ্ঞ আদালত।