কুড়িগ্রামে শেষ হলো ৩ দিনব্যাপী ইজতেমা

কুড়িগ্রামে শেষ হলো ৩ দিনব্যাপী ইজতেমা

কুড়িগ্রাম প্রতিনিধি : চরমোনাই মাহফিলের নমুনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে।

রোববার সকালে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজসংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ইজতেমার মোনাজাতে রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন জেলার দুই লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

মোনাজাতে দেশের শান্তি কামনাসহ রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও হত্যাকারীদের হেদায়ত কামনা করা হয়।

ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, মুফতী সৈয়দ ফয়জুল করিম কাশেমীসহ বিশিষ্ট আলেমগণ।