কুয়েটে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী চতুর্থ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনটির উদ্বোধন করা হয়।

এ সময় বক্তারা জানান, দেশীয় শিল্পের সমৃদ্ধি ও আধুনিক শিল্পায়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার, বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, প্রকৌশলীদের সঙ্গে বাংলাদেশের গবেষক, প্রকৌশলীদের মধ্যে সেতুবন্ধন তৈরীতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে মালয়েশিয়া, ইন্ডিয়া, দক্ষিণ কোরিয়া, ইউএসএ ও বাংলাদেশের প্রায় দেড়শতাধিক খ্যাতনামা গবেষক ও প্রকৌশলী ১২০টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করবেন। পাশাপাশি দুদিনে ১৮টি সেশনে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা পেপার উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এইচ. খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিভাগীয় প্রধান প্রফেসর মো. গোলাম কাদেরসহ প্রমুখ।