কোনো তালিকা তৈরি করা হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ভিত্তিহীন সংবাদে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টর দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

পর্নসাইটে প্রবেশকারীদের পরিচয় বা তালিকা প্রকাশ করা হবে বিভিন্ন সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তারানা হালিম ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলেন, যে কোনো ব্যক্তির তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব। কোথাও কোনো তালিকা তৈরি করা হচ্ছে না।

এর আগে সোমবার পর্নসাইট বন্ধের উদ্যোগের কথা জানান তারানা হালিম। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) প্রতিমন্ত্রী বলেছিলেন, ইন্টারনেট সেবা দানকারীদের দেশের অভ্যন্তরে পরিচালিত পর্নসাইটগুলো বন্ধ করতে হবে।

তার কথা সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় পর্নসাইটে যারা ঢুকেন তাদের তালিকা প্রকাশ করবে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই অবস্থায় প্রতিমন্ত্রী ফেসবুক পেজে তার অবস্থান তুলে ধরেন।

তারানা হালিম ফেসবুকে লিখেছেন- পর্নসাইটে প্রবেশকারীদের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না।

‘পর্নসাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও (প্রযুক্তিগতভাবে) সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।’

‘কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরনের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই।’

‘আমরা হয়তো কোনো পদে আছি- কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিনগ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?’

‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে। কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।’

‘সত্য হচ্ছে, আমরা দেশের ভিতরের পর্নসাইট বন্ধের উদ্দেশে কমিটি করেছি। তারা দেশের ভিতরের পর্নসাইটগুলোর তালিকা দেবে (কোন ব্যক্তির নয়)। দেশের ভিতরের পর্নসাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইআইজিরা পদক্ষেপ নিবে। যদিও রিপোর্টটি এখনো হাতে পাইনি।’

‘বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি সত্তর ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে। আমি কতগুলো কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে’

‘কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না। যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তাদের অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। পর্নসাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।’

‘ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না। কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু-একটি মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আসুন, আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন, এ কাজটি করি সবার আগে।’