কৈশোরকালীন ঋতুস্রাবের সময় ঠিকমতো চিকিৎসা না নিলে

কৈশোরকালীন ঋতুস্রাবের সময় ঠিকমতো চিকিৎসা না নিলে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ না খেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।

এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের  ২৬১৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আফরোজা খানম। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অনেক সময় দেখা যায়, রোগী সমস্যা কমাতে নিজে থেকেই হয়তো  না বুঝে ওষুধ খেয়ে নিল, এ ক্ষেত্রে পরে কী কী সমস্যা দেখা দেয়?

উত্তর : অবশ্যই, এখান থেকে জটিলতা হতে পারে। আন্দাজে একটি ওষুধ খেয়ে নিলে তো হবে না। একটা নিয়মিত চিকিৎসা হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঠিক হয়ে যায়, তবে ঠিক যখন হচ্ছে না, এর জন্য চিকিৎসা করতেই হবে। রক্তটা কমানোর জন্য ওষুধ দিতে হবে। প্রাথমিক চিকিৎসা হিসেবে দেখা যায় যে আমরা যেগুলো ব্যবহার করি, এগুলো দিয়েই তিন থেকে পাঁচ দিন, রক্ত কমানোর জন্য ওষুধ দিই, তাও যদি না কমে আমরা চাই যে হরমোনাল বিষয়ে চিকিৎসা দিতে। তবে ওষুধগুলো কিছুদিন খেয়ে ছেড়ে দিল, তাহলে হবে না।