কোন ফোন থেকে আর স্কাইপি করতে পারবেন না

মাইক্রোসফট-এর স্কাইপির নতুন পরিবর্তনে বেশ কিছু পুরনো ভার্সনের অ্যানড্রয়েড এবং উইনডোজ ফোন থেকে আর স্কাইপি করা যাবে না। এই পুরনো ভার্সনগুলি আর স্কাইপি সাপোর্ট করবে না। সম্প্রতি একটি ব্লগপোস্টে স্কাইপি চিফ গুরদীপ পাল জানিয়েছেন, যে পিটুপি থেকে ক্লাউড ভার্সনে স্কাইপি-র ট্রানজিশন এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হলেই আর পুরনো ভার্সনের স্মার্টগুলি থেকে করা যাবে না স্কাইপি।

স্কাইপির লেটেস্ট ভার্সন ৬.২ বা তার পরবর্তী ভার্সনগুলি ফোনে ব্যবহার করতে হলে অ্যানড্রয়েড ৪.০.৩ ভার্সন থাকতে হবে। তবে যাঁদের ফোনে রয়েছে অ্যানড্রয়েড ২.৩ ভার্সন, তাঁরা অবশ্য স্কাইপি ৪ ভার্সন ব্যবহার করতে পারবেন। বিভিন্ন অপারেটিং সিস্টেমের কোন কোন ভার্সনে করা যাবে স্কাইপি তার সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে কোম্পানির সাপোর্ট সাইটে। এর মধ্যে রয়েছে উইনডোজ ৭, উইনডোজ ৮, উইনডোজ এক্সপি, উইনডোজ ভিস্তা, ম্যাকের ইয়োসেমাইট, আইওএস ৮ এবং অ্যানড্রয়েড ৪.০৩ অপারেটিং সিস্টেম।