কোরবানির স্পট বাতিলের দাবি ওলামা লীগের

নিজস্ব প্রতিবেদক : কোরবানির জন্য নির্ধারিত স্পট বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় সংগঠনটি ।

মানববন্ধনে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘কোরবানির ব্যাপারে ব্যাপক পৃষ্ঠপোষকতা করতে হবে। কোরবানির স্পট নির্ধারন চলবে না।’

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন নির্ধারিত ১১০০ স্পটে সরকারিভাবে পশু কোরবানি করে তার গোশত দরিদ্র মুসলমানদের মাঝে বিলিয়ে দেয়া হোক। অনেক সুবিধাভোগী মহল ও ব্যক্তি একটি গরু জবাই করে তার গোশত বিতরনের ছবি একশত বার প্রদর্শন করে। এই ভিডিও মধ্যপাচ্যে পাঠিয়ে বিপুল পরিমান টাকা দেশে এনে সন্ত্রাসী কাজে ব্যবহার করে। তাই কোরবানির গোশত কাটার ছবি তোলার বিষয়টি ধর্মীয় ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আখতার হুসাইন বুখারী, সম্মিলিত ইসলামী গবেষণার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, জাতীয় কোরআন শিক্ষা মিশনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকী।