কোরিয়ার সঙ্গে এখন আর কোনো সংলাপ নয়ঃ হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক কর্মসূচি স্থগিতে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করলো হোয়াইট হাউজ। সোমবার হোয়াইট হাউজ সাফ জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে এখন আর কোনো সংলাপ নয়।

সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, ‘আমরা এটা পরিষ্কার করছি যে, এখন সংলাপের সময় নয়।’

তিনি বলেন, ‘যেসব আমেরিকান উত্তর কোরিয়ায় আটক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে কেবল সংলাপ হতে পারে। এর বাইরে এই মুহূর্তে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো সংলাপ নয়।’

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের উদ্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ‘আমাদের চমৎকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে আমি বলেছি যে ছোট্ট রকেট ম্যানের সঙ্গে আলোচনার চেষ্টা করে সে তার সময় নষ্ট করছে।’

টিলারসনকে নিজের শক্তি সঞ্চয়ের পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন ‘আপনার শক্তি সঞ্চয় করুন রেক্স, আমাদের যা করার আমরা তাই করব।’

শনিবার চীন সফরে থাকা রেক্স টিলারসন জানিয়েছিলেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে।