ক্যাটারিং সার্ভিসের কারণে প্রকৃত বাবুর্চিদের পেটে লাথি

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারা দেশে ক্যাটারিং সার্ভিসের কারণে প্রকৃত বাবুর্চিদের পেটে লাথি মারা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদ।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঐক্য পরিষদ এ অভিযোগ করে।

পরিষদের সভাপতি মোতালেব বলেন, অবৈধ টাকার জোরে অনেক বাবুর্চি সিন্ডিকেট তৈরি করেছে। তাদের টাকার উৎস খুঁজতে হবে। নামে-বেনামে অবৈধ ক্যাটারিং সার্ভিস বন্ধ করতে হবে। কারণ ক্যাটারিং সার্ভিসের কারণে প্রকৃত বাবুর্চিদের পেটে লাথি পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

ঢাকায় এই প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়েছেন বাবুর্চিরা। বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদের ব্যানারে সংগঠিত হচ্ছেন এ পেশার লোকজন। তাদের প্রধান দাবি হচ্ছে- ঢাকায় যত সরকারি-বেসরকারি কমিউনিটি সেন্টার, হল বা ক্লাব কতিপয় বাবুর্চিদের সিন্ডিকেট ভাঙা। অন্যান্য দাবির মধ্যে রয়েছে সব কাজে বয়োজ্যেষ্ঠ বাবুর্চিদের অগ্রাধিকার দেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব, শেখ আলমগীর, সেলিম প্রমুখ।