ক্যালিফোর্নিয়াতে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে দাবানলের কারণে কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার বিকেল নাগাদ দাবানল রাজ্যের ১৯ হাজার একর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। লম্বা ঘাস ও দীর্ঘদিন খড়ার কারণে শুকিয়ে যাওয়া গাছপালার কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে টুইসেল রিজারভিওরের পূর্ব দিকে ১৬৬ নম্বর মহাসড়ক এলাকায় দাবানল শুরু হয়।

সান্তা বারবারা জেলার শেরিফের দপ্তর জানিয়েছে, আগুন সারারাত ওক বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। টেপুসকুয়েট ক্যানিয়নে থাকা শতাধিক বাড়ি রক্ষায় অগ্নিনির্বাপন কর্মীরা শনিবার সারাদিন কাজ করেছেন।

দাবানল নিয়ন্ত্রণেল প্রায় একহাজার অগ্নিনির্বাপন কর্মী কাজ করছেন। এছাড়া চারটি বিমান, পাঁচটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর কাজ চলছে।

সান্তা বারবারা কেলার মুখপাত্র জিনা ডিপিন্টো বলেছেন, নিম্ন আর্দ্রতা, উচ্চ তাপ ও বাতাস বিদ্যামান থাকায় অনেক কিছুই পুড়ে যেতে পারে। প্রায় এক লাখ লোকের বাস সান্তা মারিয়া এলাকা থেকে আগুনের ধোঁয়া দেখা গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার তাপমাত্রা প্রায় ৯৫ ডিগ্রি ফারেনহাইট এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ২০ মাইল হতে পারে।

এদিকে উত্তর ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বাটি জেলায় দাবানলের কারণে প্রায় ৩০০ বাড়িঘর খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে শুক্রবার দাবানল শুরু হয়েছে এবং তা ২ হাজার ৭০০ একর জমি পুড়িয়ে ফেলেছে।