খাদিজার চিকিৎসার ভার সরকারের

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের চিকিৎসা সংক্রান্ত সব কিছু সরকারিভাবে করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেখানে যা দরকার সব সরকারিভাবে করা হবে। বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। স্কয়ারের ডিরেক্টরের সাথেও কথা বলেছি। আমি আশা করি, চিকিৎসকদের দিক থেকে যত ভালো চিকিৎসা দেওয়া প্রয়োজন, তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশেই আমরা খোঁজ খবর নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার করা জরুরি। সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব। বর্তমান সরকারও সে ব্যাপারে অত্যন্ত সক্রিয়।’

প্রতিমন্ত্রী বলেন, বিষয়টা অত্যন্ত মর্মান্তিক ও অত্যন্ত নিষ্ঠুর। আমাদের সরকার কোনোভাবেই কোনো অন্যায়কারীকে ছাড় দেবে না। বিশেষ করে যে অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এ ঘটনা ঘটিয়েছে। তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

তিনি আরো বলেন, প্রকাশ্যে ঘটনা ঘটেছে। অনেকে দেখেছেন। ভিডিও করেছেন। মোবাইলে ছবি তুলেছেন। কিন্তু মোবাইলে ছবি তোলার চাইতে তাকে রক্ষা করা ছিল জরুরি।