খাদিজা বেগমকে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা বেগমকে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

বৃহস্পতিবার দুপুরে আলাপকালে চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার বাবা মাসুম মিয়া এ তথ্য জানিয়েছেন।

মাসুম মিয়া বৃহস্পতিবার সকালে জেদ্দা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার একমাত্র মেয়ে খাদিজাকে দেখতে যান।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন অপারেশনর পর খাদিজার বাঁচার সম্ভাবনা ছিল মাত্র ৫ শতাংশ। এখন সেটি বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। হার্টবিট ঠিকমত চলছে, কৃত্তিম অক্সিজেনও সে নিতে পারছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ও আল্লাহ সহায় থাকলে ডাক্তাররা তার বেঁচে যাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘সন্তান জন্ম দেওয়া, তাকে লালন-পালন করা কত কষ্টের। এই সব কষ্টকে আরো বিষাদময় করে তুলে সন্ত্রাসীদের হামলা। আমি চাই আমার মেয়ের মতো কেউ যেন এমন ঘটনার শিকার না হয়।’

বদরুল সম্পর্কে তিনি বলেন, ‘আমার জীবনের বেশির ভাগ সময় প্রবাসে কাটিয়েছি। শুধু সন্তানদের মানুষ করব সেটাই ভেবেছি। বদরুল আমার বাড়িতে লজিং ছিল সেটা আমি এই ঘটনার পর জানতে পেরেছি। তবে আমার মেয়েকে উত্ত্যক্ত করায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার ভাই আব্দুল কুদ্দুস। এখন তো দেখছি আমার বাড়িতে বিষাক্ত সাপ হয়ে ঢুকেছিল।’

তিনি বলেন, ‘এ ঘটনায় সরকারের পক্ষ্ থেকে বিচারের আশ্বাস দেওয়া হচ্ছে। আশা করি তা বাস্তবায়ন হবে।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য আজ গোটা জাতি আমার মেয়ের নির্মম ঘটনা সম্পর্কে জেনেছে। সবাই দোয়া করছেন, বিচারের দাবি জানিয়েছেন। আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন।’