খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  প্রণোদনা প্রদান

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে পাট, উফশী আউশ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার  বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 ২৯ এপ্রিল সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯০০ জন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ৩০০ জনকে ১ কেজি পাটের বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বন কর্মকর্তা এস. এম মনজুরুল কাদের, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।
ছবির ক্যাপশন: কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করছেন অতিথিবৃন্দ।