খানসামায় পুকুরে বিষ প্রয়োগ করে ৩  লাখ টাকার মাছ চুরি

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামার একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে  দুর্বৃত্তরা। বুধবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর মন্ডলপাড়ার মাহবুব মিনার চৌধুরীর পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের ৩ লাখ টাকার মাছ নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং কিছু মাছ মরে ভেসে উঠেছে।
পুকুরের মালিক মিনার চৌধুরী জানান, দুই বিঘা জায়গার উপর পুকুর খনন করে ২০ বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে চিতল,কাতল ও রুই মাছসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। চিতল মাছগুলো প্রায় ৪-৭ কেজি ওজনের। এতে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। সব মাছ নিয়ে গেছে এবং অল্প কিছু মাছ ভেসে উঠছে।আমার বড় একটা ক্ষতি করল। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করব।
ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বাবুল জানান, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।