খানসামায় রাতে বিষ প্রয়োগ করে মাছ চুরি 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা খানসামা  উপজেলার ১ নং  আলোকঝাড়ী  ইউপি’র পূর্ববাসুলি তালতলা গ্রামের অবসরপ্রাপ্ত আর্মি মোস্তফা কামালের বাড়ির পাশে পুকুরে গত রবিবার দিবাগত রাত অনুমান দুইটার সময় কে বা কাহারা বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে পুকুরের  সব বড় মাছ চুরি করে নিয়ে গেছে।
৬মে সকালে ঘুম থেকে উঠে পুকুরের মালিক মোস্তফা কামাল দেখতে পান  পুকুরে সব ছোট মাছ মরে  পানির উপর ভেসে  রয়েছে। পুকুরের মালিক প্রতিনিধিকে জানান রুই,কাতলা,মৃগেল,সিল্ভার কাপ,তেলাপিয়া, শিং ও  দেশীয় মাছ সহ ৪০ হেক্টর পুকুরের মাছ চুরি হওয়ায় প্রায়  দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হলে মাথায় হাত পরে যায়।
শত্রুামি করে কে যে  পুকুরের বড় মাছগুলি  চুরি করে  এবং ছোট  মাছগুলি নিধন করল আমার জানা নেই। মাছ চুরির ব্যাপারে অনুসন্ধান চালিয়ে  যাচ্ছি। যদি সন্ধান পেয়ে যাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।