খানসামায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর রয়েল স্টার স্কুল

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: করোনা কালীন দীর্ঘ প্রায় আঠারো মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয়েছে ।খুলে দেয়ার পর খানসামা উপজেলার চৌরঙ্গী রয়েল স্টার স্কুলে সরেজমিনে গিয়ে দেখা যায় ছাত্র-ছাত্রীরা শ্রেণি কক্ষে সরকারী নির্দেশনা মেনে প্রত্যেকেই মাস্ক পরে স্বাস্থ্য বিধি মত ইংরেজি জেট অক্ষরে ব্রেে বসে পাঠদান গহন করছে।ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় মনযোগী করে তোলা সহ জীবনমান উন্নয়নে গতিশীল করতে শিক্ষকরা বদ্ধপরিকর।

উপজেলায় ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৮ টি মাধ্যমিক ও নি¤œমাধ্যমিক ,মাদ্রাসা,টেকনিক্যাল স্কুল এবং ২৩ টি কিন্ডার গার্টেন স্কুল খুলে দেয়া হয়েছে।বিষেশ করে রয়েল স্টার স্কুলটি ২০১৬ ইং সনে প্রতিষ্ঠিত হওয়ার পর অত্যান্ত সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা আন্তরিক ভাবে পাঠদান সহ সু-সৃঙ্খল ভাবে পরিচালিত হয়ে এলাকায় সুনাম কুড়িয়েছে।অতিউৎসাহী শিক্ষাবিদ ওই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক প্রতিনিধিকে জানান,স্কুল খোলার আনন্দে সরকারী নীতিমালা অনুযায়ী ক্লাশ রুটিন গ্রহণের জন্য প্রথম দিনই নির্দিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রী স্কুলে উপস্থিত হয়।একই সাথে ছাত্র অভিভাবক ও শিক্ষক স্কুলের ক্লাশ এক দিন থেকে বাড়িয়ে সপ্তাহে দু’দিন করার দাবি জানান।