খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই প্রেক্ষিতে দিনাজপুরের খানসামায় গতকাল বৃহস্পতিবার ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী বিকেল চারটা পর্যন্ত  মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, যুবনেতা হাজ্জাজ আল হাদী বড় বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপি সদস্য মসউদ হোসেন চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, মোছা. গুলসান জান্নাত সানু, মোছা. সারমিন রহমান।
এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোস্তম আলী। তিনি বলেন, উপজেলায় অনলাইনের মাধ্যমে ৩ পদে ১৪ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে ৫ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন অনলাইনে জমা দিয়েছেন।