খালেদাকে ১ ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার পাঁচ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়া অসুস্থতার জন্য আদালতে উপস্থিতি হতে পারেননি জানিয়ে চার্জ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী মামলাটির গুরুত্ব বিবেচনা করে সময় আবেদনের বিরোধীতা করেন। এ ছাড়া নাশকতার ৫ মামলায়ও রাষ্ট্রপক্ষ সময় আবেদনের বিরোধীতা করেন।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১ ডিসেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে গত ২৫ জানুয়ারী আদালতে মামলাটি দায়ের করা হয়। গত ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিসহ ৫ মামলায় আদালতে হাজির হন।

অন্যদিকে বিএনপির ডাকা হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দারুস সালাম থানায় নাশকতার মামলাগুলো দায়ের করা হয়।