খালেদার পরোয়ানার সঙ্গে সিনহার বিদায়ের মিল পাচ্ছেন খসরু

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে প্রধান বিচারপতির পদত‌্যাগ বিষয়ের মিল পাচ্ছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এস কে সিনহার বিদায়, এর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা একটি পরিকল্পিত বিষয়। কারণ প্রধান বিচারপতি দেশে ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য কাজ করছিলেন।’

সরকার বিচার ব‌্যবস্থাকে নিয়ন্ত্রণে নিতে প্রতিষ্ঠানটিকে প্রকল্প হিসেবে নিয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য।

‘বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক এই নাগরিক সমাবেশের আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন।

সরকার ইচ্ছেমতো আইন তৈরি ও প্রয়োগ করছে অভিযোগ করে আমির খসরু মাহমুদ বলেন, ‘দেশে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। অর্থাৎ শাসক যেটা বলছে সেটাই আইন। শাসক তার ইচ্ছে মত, সুবিধা মতো, আইন তৈরি করছে এবং প্রয়োগও করছে।’

‘এই অনির্বাচিত সরকার তাদের নিজেদের আইন প্রয়োগ করার জন্য সংবিধান পরিবর্তন করেছে। বিভিন্ন আইন করেছে অনির্বাচিত সংসদের মাধ্যমে। প্রতিনিয়ত দেশবিরোধী আইনগুলো জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। আমি বলবো এটা সরকারের একটি প্রকল্প’, বলেন বিএনপির এই নীতি নির্ধারক।

তিনি বলেন, ‘এস কে সিনহা বিচার বিভাগের স্বাধীনতার জন্য, অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ষোড়শ সংশোধনী বাতিলের যে রায় দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়। এটা বাংলাদেশের আইনের শাসন থাকবে নাকি শাসকের আইন থাকবে এটা পরিষ্কার করার জন্য। যে কারণে প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। পদত্যাগ করতে হয়েছে।’

সরকার বিচারবিভাগকে নিয়ন্ত্রণে নিতে কাজ করছে অভিযোগ করে আমির খসরু বলেন, ‘উচ্চ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য সংসদে ষোড়শ সংশোধনী করেছিল, বিচারকদের তাদের ওপর নির্ভরশীল করার জন্য। যেটা ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে (এস কে সিনহা) তিনি মুক্ত করার চেষ্টা করেছেন। সেটা তারা (সরকার) বুঝতে পেরে (এসকে সিনহা) তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, পদত্যাগ করতে করতে বাধ্য করেছে। এটাই হচ্ছে দেশের বর্তমান বিচার বিভাগের অবস্থা।’

সরকার নির্বাচন থেকে খালেদা জিয়াকে দূরে রাখতে পরিকল্পনা করছে অভিযোগ করেন তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করে নির্বাচনী ফসল তারা ঘরে তুলে নিয়ে যাবে। একটা বৃহত্তর পরিকল্পনা করে তারা এসব কাজ করছে।’

‘কিন্তু আমরাও পরিষ্কার করে বলতে চাই, এভাবে ফসল ঘরে তোলার কোনো সুযোগ নেই। ফসলতো তুলতেই পারবেন না, বরং এটার জন্য অনেক বড় মূল্য দিয়ে আপনাদের (আওয়ামী লীগকে) বিদায় নিতে হবে। আমরা চাই না সেভাবে আপনারা বিদায় হন। আপনারা রাজনীতিতে থাকুন। এজন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন’, বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যে চুক্তি হয়েছে তা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। নির্বাচনকে সামনে রেখে এই চুক্তি করা হয়েছে জনগণকে ধোকা দেওয়ার জন্য, যা করে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে।’

আয়োজক সংগঠনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।