খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। হাবিবুর রহমান হাবিব বলেন, বাদী ছাড়া মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে। যে মামলার কোনো বাদী নেই, সবগুলো কাল্পনিক মামলা। ১/১১ অবৈধ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে যেমনভাবে মামলা করেছিলেন, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার তার বিরুদ্ধে আটটি মামলা দিয়ে হয়রানি করছে। স্বাভাবিক আদালতে বিচার না করে বকশিবাজারে বিশেষ আদালতে তাকে প্রতি সপ্তাহে নিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্র করছে। অনতিবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার বিচার বন্ধ করতে বিচারপতিদের প্রতি আহ্বান জানান হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, বাংলাদেশ বহু সংকটে জর্জরিত। রোহিঙ্গা সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে, এই সংকটের কারণে সারা দেশের মানুষ এখন আতঙ্কিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে গিয়ে আলোচনা করে বলেছেন, এই সংকট দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করে সমাধান করা সম্ভব নয়। তাই আমি সরকারকে বলবো রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিতেই হবে। সংগঠনের সভাপতি এম এইচ মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহজাহান, হানিফ, আলমগীর হোসেন প্রমুখ।