খালেদা জিয়াকে সাজা দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়ঃ আমির খসরু মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়, অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেটি হলে এজন্য তাদের (আওয়ামী লীগ) চরম মূল্য দিতে হবে।

রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হল রুমে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা জেলা ম‌হিলা দলের কর্মীসভা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আমির খসরু ব‌লেন, ‘অ‌নির্বা‌চিত সরকারের ভাবনা-চিন্তা হচ্ছে, খা‌লেদা জিয়া‌কে সাজা দি‌য়ে আইনের ম‌ধ্যে রে‌খে ক্ষমতা দখল ক‌রে রাখা। কিন্তু এক‌টি কথা খু‌ব স্পষ্ট, খালেদা জিয়া‌কে সাজা দি‌য়ে নির্বাচনী ফসল ঘরে তুল‌তে পার‌বে না সরকার। বরং তা‌দের‌কে উচ্চমূল্য দি‌য়ে বিদায় হতে হ‌বে।’

জনগণের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই না, উচ্চমূ‌ল্য দি‌য়ে আওয়ামী সরকারের বিদায় হোক। বিএন‌পি চায় আওয়ামী লীগ দেশে রাজ‌নী‌তি করুক এবং তার আ‌গে জনগ‌ণের অংশগ্রহণের মাধ্য‌মে এক‌টি প্রতিনিধিত্বশীল সরকার গঠ‌নের সু‌যোগ দিন।’

নির্বাচনকে সাম‌নে রে‌খে সরকার নার্ভাস হয়ে পড়েছে, মন্তব্য ক‌রে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার ‌ক্ষমতা ধ‌রে রাখতে দে‌শে ভয়ভীতির এক‌টি প‌রি‌বেশ সৃ‌ষ্টি করে‌ছে। তা‌দের (সরকার) সে ভয়ভীতির সবচেয়ে বড় কারণ হ‌চ্ছে, খা‌লেদা জিয়া ও তার জনপ্রিয়তা। তাই সরকার খা‌লেদা জিয়ার আত‌ঙ্কে তাকে মে‌নে নি‌তে চায় না।’

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারককে ‘অসম চু‌ক্তি’ আখ্যা দি‌য়ে বিএন‌পির এই নেতা বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার দে‌শের মানুষ‌কে ধোঁকা দি‌য়ে‌ছে, প্রতারণা ক‌রে‌ছে। আগামী নির্বাচন‌কে সাম‌নে রে‌খে শেখ হা‌সিনার এ চু‌ক্তি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। এ চুক্তির মাধ্যমে প্র‌তি‌বে‌শী‌কে খু‌শি করা হ‌য়ে‌ছে।’

আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আরো বক্ত‌ব্য দেন ‌ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হে‌লেন জে‌রিন খান, বিএন‌পির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএন‌পির সভাপ‌তি ডা. দেওয়ান সালাহ উ‌দ্দিন প্রমুখ।