খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার ইস্যুতে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে যেতে হবে। কারাগারে গিয়ে বিদেশ যাওয়ার আবেদন করা না হলে তা বিবেচনা করা হবে না।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

আগামী ১৫ সেপ্টেম্বরের আগেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স শুনানিতে বেঞ্চ গঠনের পরামর্শও দেন আইনমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২ বছর ১৭ দিন কারাভোগের পর করোনা সংক্রমণের কারণে গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। এরপর তিন দফায় ছয় মাস করে বাড়ানোর হয় জামিনের মেয়াদ।