খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ আগস্ট ধার্য করেছেন আদালত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এবং উন্নয়নের নামে লুটপাট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে করা মামলাটিতে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২১ আগস্ট ঠিক করেছেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচবার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা।

গত ১৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমে ছিল।’

খালেদা জিয়া আরো বলেন, ‘উন্নয়নের নামে পদ্মা সেতু ও ফ্লাইওভারের কাজ বিলম্ব করে অর্থ লুটপাট করছে। যার বিরুদ্ধে আমি ছাত্রদলের নেতা-কর্মীদের হুকুম দিচ্ছি, তোমরা প্রতিটি গ্রামে-গঞ্জে নেমে এই সরকারের বিরুদ্ধে জনগণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে আমাদের পক্ষে নামার ব্যবস্থা কর।’

খালেদা জিয়ার এ বক্তব্য ১ জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

বাদী অভিযোগ করেন, ‘আসামির এ বক্তব্য স্বাধীন বাংলাদেশের নেতৃত্বদানকারী জাতির পিতার ইতিহাসকে লঙ্ঘিত করে যুব সমাজের কাছে বিতর্কিতভাবে হেয়পন্ন করে মানহানিকর অপরাধ করেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে উন্নয়নের ধারাকে ব্যাহত করার উদ্দেশে দেশের মধ্যে সাধারণ জনগণ ও যুব সমাজের মাঝে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে দেশ ও রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।’

সরকারের পক্ষ থেকে তার বক্তব্যে অলিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। কিন্তু এ তিনি ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন বাদী। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।