খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। কেউ বিশৃঙ্খলা বা ধংসাত্মক কার্যকলাপের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমান। সেক্ষেত্রে মামলার রায় হতেই পারে। তবে রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অপরাধ যেই করুক তার শাস্তি হয়েছে। আইনের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে তাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নেবেন।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করার কথা রয়েছে।