খালেদা জিয়া কারাগারে ন্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছেন না

জ্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ন্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘পাঁচ দিনের মধ্যে বিচারের রায়ের কপি দেওয়ার কথা, সেটা এখন পর্যন্ত তারা দেয়নি। তাকে একটি নির্জন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে। তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কারাগারে তিনি ন্যূনতম সুযোগ সুবিধাও পাচ্ছেন না।’

তিনি বলেন, ‘প্রতিটি দেশপ্রেমিক মানুষের দায়িত্ব সকল গণতান্ত্রিককামী মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই যে ফ্যাসিস্ট সরকার যারা আজকে বাংলাদেশের মানুষের বুকে জবরদখল পাথরের মতো চেপে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

খালেদা জিয়ার মুক্তি দাবিতে নেতা-কর্মীদের আরো সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আজকে মা-বোনেরা জেগেছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনাদের সবাইকে নিয়ে রাস্তায় নামতে হবে। দেশকে উদ্ধার করতে হবে, দেশনেত্রীকে উদ্ধার করতে হবে।’

খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার আগামী নির্বাচনে ‌নীল নকশা বাস্তবায়ন করত তাকে ‌‘মিথ্যা মামলায় সাজা’ দিয়ে কারাবন্দি করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকে স্তব্ধ করার জন্য এবং আসন্ন নির্বাচনে তিনি (খালেদা জিয়া) যদি থাকেন এবং নির্বাচনে তিনি যদি নেতৃত্ব দেন তাহলে তারা (আ.লীগ) কোনোভাবেই আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না।’

নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয় হতে আহ্বান জানান ফখরুল।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানববন্ধনে মহিলা দলের রাশেদা বেগম হীরা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, হালিমা নেওয়াজ আরলী, ইয়াসমীন আরা হক, আমেনা খাতুন, শামসুন্নাহার ভুঁইয়া বক্তব্য রাখেন।