খালেদা-তারেকের মামলা প্রত্যাহার করে দৃষ্টান্ত স্থাপন করুন

নিজস্ব প্রতিবেদক  : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

শামসুজ্জামান দুদু বলেন, ‘হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে যে লাখ লাখ মিথ্যা মামলা হয়েছে, তা প্রত্যাহারের উদ্যোগ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারেন আপনি (প্রধানমন্ত্রী)। এর আগে আপনিও এমন মামলা নিয়ে সমালোচনা করেছেন।  কিন্তু কেউ এমন প্রত্যাহারের উদ্যোগ নেয়নি। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ছিল কেউ এমনটা করেনি, ফলে আপনি করলে ইতিহাসের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে। আর যদি আপনি সেটা না করেন তাহলে দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মিথ্যা মামলা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবে।’

তিনি বলেন, দেশে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে গেছেন। গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন। তাদের উত্তরসূরি তারেক রহমান চাইলেই তরুণ বয়সে দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হতে পারতেন, সেই যোগ্যতা তিনি রাখেন। কিন্তু তিনি দলের কথা চিন্তা করে তা করেননি। এ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের জনপ্রিয় একজন ব্যক্তি। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বিএনপির এইা নেতা আরো বলেন, ‘এর আগে দেশের কোনো প্রধানমন্ত্রী সপ্তাহে দুবার আদালতে হাজিরা দিতে গিয়েছেন, তা আমরা দেখিনি। কিন্তু এখন দেখতে হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছেন, এর আগে কোনো প্রধানমন্ত্রীকে আমরা এমনটি দেখিনি। আমাদের দল কোর্টের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল তা প্রমাণিত হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু আরো বলেন, ‘আপনি ঘোষণা দিয়েছেন নিন্দনীয় ঘটনার সঙ্গে থাকতে চান না। তাহলে আপনি ভালো কাজ করতে পারেন আগামী দিনে। আপনি নিজ উদ্যোগে সব ছোট-বড় রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার আহ্বান করেন। ৫ জানুয়ারির মতো নির্বাচন আপনি করবেন না। সু্ষ্ঠু নির্বাচন দেন তাহলে আপনার বিরুদ্ধে সমালোচনা থাকবে না।’

মানববন্ধনে ফোরামের সভাপতি এ কে এম বসির উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।