খালেদা-তারেক একত্র হলে দেশে বিশৃঙ্খলা হয়

নিজস্ব প্রতিবেদক : হজ করতে গিয়ে সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার ছেলে তারেক রহমানের দেখা হওয়ায় দেশে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান যখনই একত্র হন, তখনই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হয়। অতীতেও আমরা এমনটা দেখেছি।’

খালেদা জিয়া ও তারেক রহমানের সৌদি সফর নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘মানুষ পুড়িয়ে মারার জন্য খালেদা জিয়া হজ করতে গিয়ে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন বলে আমরা আশা করব। এরপর তিনি দেশে ফিরে মানুষ হত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতা। স্বাধীনতার অপর নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্লোগান দিতে শিখিয়েছিলেন। বিএনপি সরকার ২০০৩ সালে বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দিয়ে বঙ্গবন্ধুকে অবমাননা করেছে ও স্বাধীনতার অপমাণ করেছে।’

ড. হাছান মাহমুদের সভাপতিত্বে উপ-কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সহ-সম্পাদক সুভাষ সিংহ রায়, মারুফা আক্তার পপি, আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বিভিন্ন প্রস্তুতির বিষয়েও তিনি সাংবাদিকদের অবহিত করেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।