খুলনায় আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

সংঘর্ষ

খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সাতজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্প‌তিবার (১৬ জুলাই) রাত সা‌ড়ে ৮টার দি‌কে এ সংঘর্ষ হয়।

স্বজনরা জানান, মহানগরীর খানজাহান আলী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাফরিন ও ভাইদের সাথে এলাকার গোলাম রুসুলেরসহ এলাকার কয়েকজনের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় দুপক্ষের মধ্যে তর্ক-বিত‌র্কের একপর্যা‌য়ে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম রসুল শেখ ও নজু ফ‌কির এ দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় আহত সাত জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের স্বজনরা প্রতিপক্ষের কয়েকজনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।