খুলনায় শেষ হলো তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নববর্ষ উপলক্ষে খুলনা শিশু একাডেমি চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা, শিশু নাট্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব শনিবার শেষ হয়েছে।

জেলা প্রশাসক নাজমুল আহসান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক জাভেদ ইকবাল এবং জেলা বাজার কর্মকর্তা আব্দুস ছালাম তরফদার।

স্বাগত বক্তৃতা করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল আলম। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও শ্রেষ্ঠ স্টলের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে শ্রেষ্ঠ নাট্যদল অপরাজেয় বাংলাদেশ খুলনা, শ্রেষ্ঠ পরিচালক নাদিম উল আলম, শ্রেষ্ঠ অভিনেতা তৌফিকুল ইসলাম বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ অভিনেত্রী লাকী খাতুন, অপরাজেয় বাংলাদেশ বিজয়ী হন।