খুলনা মহানগরীতে একটি মৃত নবজাতককে ড্রেনে ফেলতে গিয়ে বিপত্তি ঘটেছে

খুলনা : খুলনা মহানগরীতে একটি মৃত নবজাতককে ড্রেনে ফেলতে গিয়ে বিপত্তি ঘটেছে।

স্থানীয়রা নবজাতককে ড্রেনে ফেলার বিষয়টিকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হচ্ছে ভেবে ওই নবজাতকের বাবা-মাকে ধাওয়া করে উত্তম-মধ্যম দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতিতে বিষয়টির সুরাহা হয়। পরে পুলিশ নবজাতকের মৃতদেহটি দাফনের জন্য উদ্ধার করে।

শনিবার বেলা ১১টায় নগরীর শের-ই বাংলা রোডস্থ আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. হারুনুর রশীদ জানান, আমতলা মোড় ও প্রাক্তন নির্বাচন অফিসসংলগ্ন গলির লুৎফর রহমানের ভাড়াটিয়া দিনমজুর মো. মিন্টু ও তাসলিমা দম্পতির ঘরে বৃহস্পতিবার একটি অপরিপক্ব মৃত নবজাতকের জন্ম হয়। নবজাতকের জন্মের পর তার মা তাসলিমার প্রচুর রক্তক্ষরণ হয়। মৃত নবজাতক ঘরে রেখেই তাৎক্ষণিক মিন্টু তার স্ত্রীকে নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আজ সকালে তারা হাসপাতাল থেকে বাড়ি ফেরে। এরপর মৃত নবজাতককে কী করবে, প্রথমে তা ভেবে উঠতে পারেনি। পরে বাড়ির পাশের ড্রেনে ফেলতে যায়। এ সময় এলাকাবাসী দেখে ফেললে বিপত্তি ঘটে। নবজাতকের মৃতদেহটি দাফনের জন্য উদ্ধার করা হয়েছে।