খেলার মাঠে বাণিজ্যিক শিশুপার্ক না করে মাঠটি রক্ষার দাবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি : পুরান ঢাকার ধুপখোলা খেলার মাঠে বাণিজ্যিক শিশুপার্ক না করে মাঠটি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে পুরান ঢাকাবাসী।

শুক্রবার বিকেলে ধুপখোলা মাঠে মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা। এতে শতাধিক পুরান ঢাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাণিজ্যিক পার্কের চেয়ে খেলার মাঠ বেশি জরুরি। এই মাঠে নিয়মিত খেলাধুলা করেন তারা। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করলে উন্মুক্ত স্থান বলতে কিছুই থাকবে না। আর মাঠের চারপাশের সবুজ গাছপালাও থাকবে না। তাই মাঠটি সংরক্ষণ করে খেলার উপযোগি করার দাবি জানান তারা।