খোকসা থানা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আল-আমীন, ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
খোকসা থানা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
তিনি বলেন, বিএনপির লক্ষ্য বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর এই সংগ্রামে প্রচন্ড রকমের নির্যাতন নিপীরণের শিকার হচ্ছে দলীয় নেতাকর্মীরা। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণসহ কেউই তাদের এই রাজনীতি আশা করে না। আওয়ামীলীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণকে তারা প্রতিপক্ষ বানিয়েছে। এজন্য এক সময় জনগণের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতেই হবে।
খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস উজ-জামান স্বপনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
তিনি বলেন, ভোটারবিহীন প্রতিষ্ঠিত এই সরকার তাদের নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এখন ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকতে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে রাখতে চায়। তিনি বলেন, খালেদা জিয়া ডাক দিলে লাখ লাখ জনতা মাঠে নামবে। তখন তাদের ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, মাহমুদুর রহমান আল কাদেরী, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, খোকসা জানিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজগার আলী মন্ডল, গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম মোল্লা, শোমসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কাজল, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জয়ন্তি হাজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জায়েদ সান্টু, বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন উদ্দিন বিশ্বাস, আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, খোকসা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন ফিটু, কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল কামাল মোস্তফা, খোকসা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু, খোকসা থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, কুষ্টিয়া শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান একরাম, সহ-সভাপতি রেজাউল করিম, রোকনুজ্জামান রাসেল, আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মঙ্গল মন্ডল মোংলা প্রমুখ। সম্মেলন শেষে সাবেক খোকসা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীকে সভাপতি ও অধ্যক্ষ আনিস উজ-জামান স্বপনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট খোকসা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
ক্যাপসন ঃ খোকসা উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এবং সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের একাংশ।