খয়রানে কৃষকের জমি দখলের অভিযোগ

আব্দুল রাজ্জাক, নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের খয়রান গ্রামে কৃষকদের পেঁয়াজ চাষের জমি জবর দখল করে ব্যক্তি স্বার্থে পুকুর খনন ও বাধ নির্মাণের প্রতিবাদে সাধারণ কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গেল সোমবার (১২ এপ্রিল) সকালে কৃষকরা মানবন্ধনে বলেন, দুর্নীতি দায়ে অভিযুক্ত ব্যক্তি রূপপুর বালিশ কাণ্ডের হোতা সাহাদত কৃষকদের পেঁয়াজ চাষের জমি জোর পূর্বক দখল করেছে। এলাকার মানুষ বাঁধা দিতে গেলে সাহাদত বাহিনী রাতে আধারে দেশি-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে হুমকি ও হামলা চালায়। সাহাদত বাহিনীর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে খয়রান এলাকার গ্রামবাসী। তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এবিষয়ে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে মুঠোফোনে ক্রাইম পেট্রোল বিডিকে জানান, আমি বিষয়টি জেনেছি, যে খালটুকু কাটা হয়েছে তা আবার পুনরায় ভরাট করে দেওয়া হয়েছে। কিন্তু যারা কৃষকদের এ খাল খনন করেছেন তাদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ হয়েছি কি না যে বিষয় কিছু জানানি।

বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে।