গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির সভা-সমাবেশের মতো কর্মসূচিকে দমন করে সরকার সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই মন্তব্য করেন।

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে শনিবার বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে কর্মসূচি চলাকালে মহিলা দলের নেতা-কর্মীদের ওপর হামলারর পরিপ্রেক্ষিতে এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। এতে মহিলা কাউন্সিলরসহ মহিলা দলের অর্ধশত নেতা-কর্মীকে নির্যাতন করে মারাত্মক আহত এবং শ্লীলতাহানী করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনাকে ন্যাক্কারজনক, অমানবিক ও নির্দয় অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মহিলা দলের নেতৃদ্বয়।

তারা বলেন, দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে সরকার সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করা হচ্ছে। বিরোধী দলগুলোর সভা-সমাবেশের অধিকারকে দমন করা হচ্ছে নির্দয়ভাবে।

তারা হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।