গণপরিবহনে চাঁদাবাজি, আটক ৩

জেলা প্রতিবেদকঃ কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া আন্তজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব।

রোববার দুপুরে অভিযান চালিয়ে চাঁদা আদায়কারী চক্রের এ তিন সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভূশ্চি গ্রামের আবু তাহেরের ছেলে মো. আবির, কোতয়ালি থানার টমছম ব্রিজ এলাকার তাজুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন ও বরুড়া থানার দেওরা গ্রামের আবুল আবুল বাশারের ছেলে মো. আলামিন হোসেন।

কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাঙ্গালিয়া বাস টার্মিনালের বাইরে সড়কের উপরে গণপরিবহন থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে ভুয়া রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র।

সোমবার চাঁদাবাজি করার সময় ওই চক্রের তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের দুই হাজার ৯০০ টাকা, চাঁদা আদায়ের ভুয়া রশিদ ১৬০টি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে।