গণমাধ্যম ভবন গুঁড়িয়ে দেওয়া সম্পূর্ণ বৈধঃ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনে অবস্থিত কাতারভিক্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো কার্যালয় যে ভবনে ছিল, তার নাম ছিল ‘আল জালা’। ১২ তলা বিশিষ্ট ভবনটি ধ্বংস করার পক্ষে এবার সাফাই দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ‘আল-জালা’ ভবনটি গুঁড়িয়ে দেওয়া ‘সম্পূর্ণ বৈধ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে নেতানিয়াহু বলেন, আল জালা ভবনটিতে একটি ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর গোপন দফতর ছিল। তাই দেশের জনগণের নিরাপত্তার স্বার্থেই ভবনটি ধ্বংস করতে হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘গোয়েন্দাসূত্রে আমরা জানতে পেরেছিলাম, আল-জালা নামের ওই ভবনটিতে একটি ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি সংগঠনের গোপন দফতর ছিল। জঙ্গিরা ইসরায়েল ও তার নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা সাজাতে ওই ভবনটি ব্যবহার করছিল বলেও তথ্য এসেছিল আমাদের কাছে।’

‘এ কারণে, দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় ওই ভবনটি ধ্বংস করা সম্পূর্ণ বৈধ। আমি আপনাদের উদ্দেশে আরও বলতে চাই, আমরা শুধু ভবনটি গুঁড়িয়ে দিয়েছি, সেখানে কারও প্রাণনাশ হয়নি। এমনকি কেউ আহতও হননি।’

শনিবার (১৫ মে) গাজায় আল জালা নামের ১২ তলা ভবনটি গুড়িয়ে দেয় ইসরায়েলের বিমানবাহিনী। ওই ভবনটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠানের কার্যালয় ও অ্যাপার্টমেন্ট ছিল।

বিমানবাহিনীর হামলার ঘণ্টাখানেক আগে ওই ভবনে থাকা লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছিল ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় এক ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এদিকে, রোববার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এপির নির্বাহী সম্পাদক স্যালি বুজবি নেতানিয়াহুর আনীত অভিযোগের পক্ষে প্রমাণ হাজিরের আহ্বান জানিয়েছেন।

সিএনএনকে বুজবি বলেন, ‘আমরা একটি সংঘাতপূর্ণ পরিবেশে আছি। কারোর প্রতিই আমাদের পক্ষপাতিত্ব নেই। ইসরায়েলের সরকারের অভিযোগ, ওই ভবনে ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের দফতর ছিল। তারা দাবি করছে অভিযোগের পক্ষে তাদের হাতে প্রমাণও আছে। আমরা এখনও জানি না কী সেই প্রমাণ।’

‘এপি এ ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রত্যাশা করছে। পাশাপাশি ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, তদন্ত চলাকালে যেন সেই প্রমাণসমূহ হাজির করা হয়।’

সূত্র: এএফপি।