কোভিড-১৯ পরীক্ষায় জালিয়াতি

গণস্বাস্থ্যের কিট ব্যবহার করতো সাহবুদ্দিন মেডিকেল!

সাহবুদ্দিন মেডিকেল

রিজেন্ট হাসপাতালের পর এবার কোভিড-১৯ পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মিললো রাজধানীর সাহবুদ্দিন মেডিকেলে। অনুমতি না নিয়েই কোভিড পরীক্ষাসহ নানা অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে । আটক করা হয় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালকসহ ২ জনকে।

দীর্ঘ অভিযান শেষে র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করে জানানো হয়, সিলগালা করা হবে মেডিকেল হাসপাতালটি। একইসঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযানে নামে র‌্যাবের একটি দল। প্রাথমিকভাবে করোনা পরীক্ষার কোনো কিট বা পিসিআর মেশিন দেখাতে পারেনি হাসপাতালটি। অনিয়মে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালকসহ অন্তত ২ জনকে আটক করা হয়। এসময় সকল অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা প্লাজমা দেবে তাদের পরীক্ষা করা হয়েছিলো। আমাদের অনুমোদন নেই। গণস্বাস্থ্য এর কিট দিয়ে করা হয়েছিলো। তারা আমাদের ট্রায়ালের জন্য বলেছিলো।

র‌্যাব জানায়, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় এক বছর আগেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। এছাড়া ব্যবহৃত গ্লাভস পুনরায় ব্যবহার করা এবং অন্য হাসপাতাল থেকে পরীক্ষা করে নিজেদের প্রতিষ্ঠানের নামে চলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। এতদিন কোনো কিট বা পিসিআর মেশিন না থাকলেও কিভাবে কোভিড পরীক্ষা করে আসছিল হাসপাতালটি, প্রশ্ন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

তারা জানিয়েছে, তারা নিয়ম ছাড়াই করোনা টেস্ট করছিল। তারা করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ বানিয়ে মোটা অংকের টাকা নিতো।