গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত ১০৮ জন হাসপাতালে ভর্তি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২৮ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৮ জন এবং ঢাকার বাইরে ২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে সর্বমোট ৪২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৬৩ জন রোগী ভর্তি আছেন।