গরমে নবজাতক শিশুর যত্ন

গরমে আমাদের মতো শিশুদেরও ঘন ঘন গলা শুকিয়ে যায়। জন্মের প্রথম ৬ মাস মায়ের বুকের দুধ খাওয়ানোরই পরাসর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

  • এই গরমে বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান। কোনও কারণে, মায়ের বুকের দুধের সমস্যা থাকলে ফর্মূলা মিল্ক দিতে পারেন। তবে, ৬ মাসের আগে বাচ্চাকে নিজে থেকে পানি খাওয়ানো উচিত নয়। ৬ মাস পর থেকে চিকিৎসকের থেকে জেনে নিন আপনার সন্তানকে কতটা পানি দেবেন।
  •  গরমে বাচ্চাকে খুব ভালো করে গোসল করান। তবে, কখনই খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না। বরং, কুসুম গরম পানি ব্যবহার করুন।
  • এয়ার কন্ডিশনার ব্যবহার করলে এর তাপমাত্রা খুব কমিয়ে রাখবেন না। ২৫ থেকে ২৭ তাপমাত্রা রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এসিতে কখনই বাচ্চাকে খালি গায়ে শোয়াবেন না।
  • গরমে সবসময় বাচ্চাকে ঢিলেঢালা সুতির পোশাক পরান। দুপুরের রোদে বাচ্চাকে বাড়ির বাইরে বের না করার ভাল।
  • গরমে সারাদিন ডায়াপার পরিয়ে রাখবেন না। এছাড়া একটা ডায়পার ৪-৫ ঘণ্টার বেশি পরাবেন না। ডায়াপার খুলে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে ডায়াপার র‍্যাশ ক্রিম লাগিয়ে দিন।