গরমে লাউপাতার ভর্তার উপকারীতা

পুষ্টিগুণসমৃদ্ধ খাবার লাউপাতা। স্বাদের পাশাপাশি এর রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে লাউ পাতা খাওয়া অত্যন্ত উপকারী। কারণ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে লাউপাতা। নিয়মিত লাউ পাতা খাওয়ার অভ্যাসে মস্তিষ্ক ঠান্ডা থাকে। ঘুমের সমস্যায় এই পাতা দারুণ কাজ করে। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, লুটেইন আর জিয়েজ্যান্থিন উপাদান বিভিন্ন সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধ করার পাশাপাশি নানান ধরনের চোখের সমস্যাও প্রতিরোধ করতে পারে এই সুস্বাদু পাতাটি।

এ ছাড়া গরমে শরীরে পানির অভাবে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে। দেখা দেয় পাইলসের মতো সমস্যাও। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতেও আপনি খেতে পারেন সুস্বাদু এই পাতা। লাউয়ের পাতায় থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করে। এর ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড় শক্ত ও মজবুত করে। অস্টিওপোরেসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় লাউপাতা।