গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

আল- আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে বিনামূল্যে সরকারি ভাবে সার ও বীজ বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে দশটার উপজেলা অডিটরিয়াম হলে এ কর্মসুচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিৎ ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিৎ ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফ-উজ-জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রইচ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিৎ ছিলেন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদুজ্জামান শিপু প্রমুখ। এ কর্মসুচির আওতায় ৬শ ৭৫ জন কৃষকের প্রতি জনকে সরিষা বীজ এক কেজি,ডিওপি ২০ কেজি ও এম ও পি ১০ কেজি করে বিতর করা হয়। ৮শ ৫০ জনকৃষকের মধ্যে প্রতিজনকে ২ কেজি ভূট্টা, ডি এ পি ২০ কেজি ও এম ও পি ১০ কেজি এবং ১শ জন কৃষকের মাঝে প্রতি জনকে মূগের বীজ ৫ কেজি, ডি এ পি ১০ কেজি ও এম ও পি ১০ কেজি করে বিতরণ করা হয়।
সরকারি কৃষি প্রণদনার আওতায় এ কর্মসুচির আয়োজন করে গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।