গাংনীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ/১৬ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল-আমীন,প্রতিনিধি জাতীয় বিদ্যুৎ সপ্তাহ/২০১৬ উপলক্ষে ‘জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস,এম, জামাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। গাংনী উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যায়ের ২৫ জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গাংনী মহিলা ডিগ্রী কলেজের যুঁথি ১ম স্থান, সন্ধানী স্কুল এন্ড কলেজের গোধূলী ২য় স্থান অধিকার লাভ করে।