গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের ২৩,০০০ টাকা জরিমাণা আদায়

আলÑআমীন, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে বিভিন্ন দোকান থেকে ২৩,০০০ টাকা জরিমাণা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বামুন্দি বাজারের বিভিন্ন দোকানে ওই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুলশান ট্রেডার্সকে পরিবেশ সংক্ষণ ১৯৯৫ আইনে পলিথিন রাখা ও মেয়াদ উত্তির্ণ ভোজ্য তেল রাখার অপরাধে ৫ হাজার টাকা, মরিয়ম ট্রেডার্সকে ভক্তা অধিকার ও সংরক্ষণ (৫৩) আইনে ১০ হাজার টাকা, জাব্বার আলীকে কম্পিউটারে পর্ণগ্রাফি রাখার জন্য ৮ হাজার টাকা জরিমাণা করা হয়। নির্বাহী মেজিষ্ট্রেট আমিনুল ইসলাম এসব রায় দেন। এসময় গাংনী র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ডিএডি শহিদুল ইসলাম তার সঙ্গিয় ফোর্স নিয়ে সহযোগীতা করেন।