গাংনীর বামন্দীতে অতি দরীদ্র নারীদের মধ্যে শেলাই মেশিন বিতরন ও প্রশিক্ষন

আল-আমীন,মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদে রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশনের আয়োজনে ও সহযোগিতায় ২৫ জন অতি দরীদ্র মহিলাদের মধ্যে শেলাই মেশিন বিতরন ও ১ মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে বামন্দী ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিকভাবে এ শেলাই মেশিন বিতরন ও প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস, গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপ পরিচালক শামীম উদ্দীন খান, সহকারী পরিচালক মনিরুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী অসক মন্ডল।