গাইবান্ধায় শ্রমিক-কর্মচারীদের রেলপথ অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি : রংপুর চিনিকলের (রচিক) সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমি উদ্ধারের দাবিতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রেলপথ অবরোধ করেছে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা রেলপথ অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে মহিমাগঞ্জ রেলস্টেশনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে সকাল ৯টার দিকে শান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জে আটকা পড়ে।

রচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন বলেন, ‘রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে প্রায় ১ হাজার ২০০ একর জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা। এই জমি উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ মণ্ডল বলেন, জেলা প্রশাসক আব্দুল সামাদে আশ্বাসে নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করেছেন।