গাজায় ইসরাইলি পতাকা তুলল দুই সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরাইলি পতাকা তুলল দুই সেনা। শনিবার ইসরাইলের গণমাধ্যম ইসরাইল হায়োম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। সোমবার বিবিসিতে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দুই সেনা গাজার সৈকতের কাছাকাছি এক বিধ্বস্ত ভবনের ওপর নিজের দেশের পতাকা উড়াচ্ছে। এ সময় দুজনের একজন বলছে, বিজয় না হওয়া পর্যন্ত আমরা থামব না। পশ্চিমা গণমাধ্যম বলছে, সেনারা ইসরাইলের ৪০১ ব্রিগেডের ৫২ ব্যাটালিয়নের সদস্য।

গত ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো আবারও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি পতাকা তুলে গাজায় তিন কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালের পর ফিলিস্তিনি ভূখণ্ডে প্রথমবারের মতো গাজার কোনো এলাকায় ইসরাইলি পতাকা উড়েছে বলে মনে করা হচ্ছে। হামাস ভিডিওটির বিষয়ে এখনো কোনো মন্তব্য প্রকাশ করেনি। পতাকাটি গাজার প্রাণকেন্দ্রে স্থাপন করা হয়েছে বলে দাবি করছে ইসরাইল। তবে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিস তিরাউই এর জবাবে বলেছেন, ভিডিওটি ভূমধ্যসাগরের ধারে বিয়ানকো রিসোর্টের কাছে তোলা হয়েছে।