গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।

সোমবার সকাল থেকে ভারী যন্ত্রপাতি নিয়ে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

পরে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, ‘এখানে (ট্যাম্পাকো) রানা প্লাজার চেয়ে অনেক বেশি গার্বেজ জমে আছে। এক মাসের বেশি লাগতে পারে। এমনকি দুই মাসও লাগতে পারে।’

তিনি বলেন, ‘আজকে (সোমবার) কাজ শুরু করেছি। ঈদের পরের দিন থেকে পুরোদমে কাজ করব। এখানে ইথাইলের মতো কেমিক্যালের ড্রাম রয়েছে। এসব জায়গায় কাজ করার মতো অভিজ্ঞতা আমাদের নেই। ইথাইল ড্রামগুলো আমরা স্পর্শ করব না। এটাকে বাদ দিয়ে যতটুকু সম্ভব গার্বেজ ক্লিয়ার করব।’

সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করছেন গাজীপুর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা।